Skip to main content

Posts

New Freelance Job Site for Low Competition High Chance

  New Freelance Job Site for Low Competition High Chance Finding a new freelance job site with low competition and a high chance of landing gigs can be challenging, as the landscape is constantly evolving. However, here are some platforms that were gaining popularity in the freelance world as of my last knowledge update in September 2021. Keep in mind that the competitive landscape may have changed since then, so it's essential to do your research and stay updated on the latest trends in the freelance job market for 2024. Solid Gigs:  Solid Gigs is a subscription-based service that curates freelance job listings and sends them directly to your inbox. It's designed to save you time by providing quality leads, potentially reducing competition compared to open job boards. We Work Remotely:  While not entirely new, this platform focuses on remote work opportunities. Competition may be lower for specialized skills in industries such as tech, design, and marketing. Craigslist (speci

CHALO JAI GANGTOK

চলো যাই গ্যাংটক- পর্ব -১  ছোটবেলার সেই দিন গুলির কথা মনে পড়ে বারে বারে।সেদিনের ক্লাসে বাংলা শিক্ষকের দার্জিলিং ও গ্যাংটক যাওয়ার বর্ণনা আজও আমায় স্বপ্নের জগতে ভাসিয়ে নিয়ে যায়।নীল আকাশের গায়ে সাদা পেঁজা তুলোর মতো মেঘের ভেসে বেড়ানোর গল্প ,মাঝে মাঝে ধোঁয়ার মতো মেঘ- ঘরের মাঝে ঢুকে যাওয়ার গল্প,আমায় যে কোন জগতে নিয়ে যেত-তা আমি ভাষায় বলতে পারি নে।  মেঘের দেশে সেই তখন থেকেই স্বপ্ন দেখেছি। বড়ো হয়ে একটি বারের জন্য মেঘ ছুঁয়ে আসবো।আর সে ইচ্ছেটা পূরণ হইতেই সেটা খানিক কইতে না পারলে বোধকরি আয়েশ মেটে না ।যাইহোক, নেট দুনিয়ার দৌলতে একটুখানি অভিজ্ঞতা সঞ্চয়পূর্ব্বক, পাড়ি দিলুম গ্যাংটক যাত্রা উদ্দেশ্যে -সোজাসুজি হাওড়া স্টেশনে।সংরক্ষিত কামরার টিকিট অবশ্যি আগেভাগেই কাটা ছিল।  দিনটা ছিল ৩রা অক্টোবর ২০১৮। শীতটা তখনো পড়েনি। বেশ গরম গরম-ই বটে। হাওড়া স্টেশন। দক্ষিণ -পূর্ব রেলের এই বর্ণময় স্টেশনটি যেন সারা ভারতবাসীর এক মিলনক্ষেত্র। স্টেশনে পৌঁছনোর সাথে সাথে মনটা যেন এক অনাবিল আনন্দে ভরে গেল।মনটা যেন ছটপট করছিল কখন চেপে বসব গন্তব্যের ট্রেনে।ইলেক্ট্রনিক্স বোর্ডের দিকে তাকাতে তাকাতে যখন হাওড়া স্টেশন

DAKGHAR

                                                                    ডাকঘর                                                          সবে 'পরিচয়' করাইনু মুই                                                                        না করি বিচার আপনপর                                                     কত না সাদরে নাম হল মোর                                                                              তোমাদেরই ডাকঘর।                        দেশ-বিদেশের কত না চিঠি                               এসেছে আমার ঘরে,                     কাঁদা আর হাসা মিশে একাকার                                সব তোমাদের তরে।                                                                     কোনটা জন্ম  কোনটা মৃত্যু                                                                               কোনটা আবার পাত্রী-বর,                                                            সব কিছু মাঝে আমি আছি জেনো                        

BOBA MAYER KANNA

           বোবা মায়ের কান্না  আমার বুকে তোমরা করছো বাস  নীল নীলিমার স্নিগধ ভূষণ তলে  বুক চিরে মোর গড়েছ অট্টালিকা;  আমি কেবল চুপ রয়েছি বলে।  আমার স্নেহে তোমরা হয়েছো বড়ো  সৌরলোক আর বৃষ্টি বাতাস সাথে ,  কত রাজপথ গড়েছ মোর এ বুকে  তবুও আমি করিনি রাগ তাতে।  আমার গর্ভে দিয়াছ লাঙ্গল টেনে  শস্যশ্যামলে ভরেছি সারাটা দেহ;   তাতেই তোমরা সেরেছো মুখের গ্রাস  তবু মোর তরে ভাবিলে না তো কেহ। আমার গর্ভে দিয়াছ বিষের ডালি  উর্বরা থেকে করেছ মোরে বন্ধ্যা !  জানো না এ গুণ লইলে তোমরা কেড়ে  তোমাদের বুকে- আসবে নেমে সন্ধ্যা ?  আমার বুকে চালিয়েছ ইঞ্জিন গেঁথেছ বুকে কালো ধোঁয়ার কল আজ যে আমি মৃত্যু পথ যাত্রী মুখে দিলে না একটি ফোঁটা জল !  ভেবেছো তোমরা পেয়ে যাবেই পার  কারখানাতে ভরাবে মোর এ বুক ?  দেখি-তোমরা ছ'শো কোটির তরে কেমনে দাও অন্ন আর সুখ ?  তোমাদের লাগি দুঃখ হয় না আর  ভাবছি কেবল আরও যারা আছে  কত প্রাণ মুই হারাইনু হায় !হায় !  ভয়ে মরি কবে নিস্প্রান হই পাছে।

GHUN

                                                  ঘূণ  কাঠে ঐ লাগে ঘূণ  চৌকি টা সামলা  'আমলা'-য় ঘুণ লেগে  চলেছে যে 'মামলা। '  'শিক্ষকে' ঘূণ লেগে 'শিক্ষা- টা গেছে রে. '  'বিচারকে' লেগে ঘূণ  'বিচার' টা যেছেরে। ফল বেশি আশা লাগি  চাষে ধরে ঘূণ ওই.  'বিষবীজে 'মরে রোগী 'বদ্যি' কে ?'সেবা' কই ? 'ভাষণে'ও ঘূণ ধরে 'শাসনে'ও কম কি লালসায় লাগেনি ঘূণ !  ভালোবেসে হলো কী। ছলনায় ঘূণ নাই আর সবে ঘূণ ঐ 'সমাজ' টা ঘূণে ভরা বাঁচাবে যে লোক কৈ ! দম্পতির প্রেমে ঘূণ  পরিনাম ফাঁসিতে -  একটু ও নাই ঘূণ  শিশুটার হাসিতে।

CHOLUN JAI --KALAM MEMORIAL

                             চলুন যাই --কালাম মেমোরিয়াল   ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ড: এ.পি.জে. আব্দুল কালাম। তামিলনাড়ুর রামেশ্বরমে ১৯৩১ সালের ১৫ ই অক্টোবর জন্মগ্রহন করেন। আবুল পাকির জৈনউল্যাবদীন আব্দুল কালাম -তথা আব্দুল কালাম। তাঁর পিতা জয়নুল আবেদীন পেশায় একজন নৌকা মালিক, যিনি রামেশ্বরম থেকে ধনুশকোড়ি পর্যন্ত নৌকাতে যাত্রী পারাপার করাতেন তার নৌকায়। তাঁর মা একজন সাধারণ গৃহবধূ।যাইহোক, আজ আমরা যাবো রামেশ্বরমে -কালাম মেমোরিয়ালে।  কালাম মেমোরিয়াল -কালাম হাউস থেকে পাঁচ কিমি। গাড়িতে সময় লাগে ১০-১১ মিঃ। ৮৭ নম্বর জাতীয় সড়ক এর ধারে।  ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা- ভারতরত্ন কালাম সাহেবের মাথায় যেন শান্তির ছোঁয়ায় হাত বুলিয়ে দিচ্ছে। মিউজিয়ামের বাইরে কালামের কার্যের স্মৃতি বিজড়িত কালাম গার্ডেন।বিশ্ব মানবতার প্রতীক বিভিন্ন ধর্মপুস্তকের আদলে প্রতিকৃতি তাঁর প্রতি শ্রদ্ধা আরও বাড়িয়ে তুলবে।  ফলকের মাধ্যমে তাঁর প্রেসিডেন্ট কার্যালয়ের পরিচিতি আপনাকে মুগধ করবেই। অগ্নি ক্ষেপণাস্ত্র এর মডেল আপনাকে গর্বের শিখরে পৌঁছে দেবে।কেন যে তাঁকে। মিসাইল ম্যান বলা হয় -তার কিছুটা স্মৃতি আপনাকে ফিরিয়ে আন

Rameshwaram...a great temple of south India.

                    Rameshwaram...a great temple of south India   Rameshwaram ...a great temple of south India is located at Pamban island. People among Indian Hindu pilgrims come here to see the Ramachandra's feet on the wheel at the Gandhamadhanam hill.  Pilgrims see here the fifth faced lord Hanumana at Hanumana temple , Ramanathaswamy temple which is the worship of Lord Shiva. Agni tirtha bath is believed to the Hindus pilgrims as a holy bath to them.  Its establishment date cannot be said properly by the historian. Although people believe that it was made at the time of Balmiki Ramayana.  Pilgrims take bath here at 22 wells(kundas),it is called as 22 kundas holy tirtha snan. One of those snan is Agni Tirtham.  How will you reach Rameshwaram temple? There are many ways to reach  Rameshwaram temple . But the train journey is the most comfortable and cheap too. You can avail train from Howrah, Delhi, Chennai, and Mumbai. You can enjoy both the sea and holy temple s togeth

What's there ! at Vivekananda Rock? Part-2

                                       Vivekananda Rock Memorial  Part : 2 Vivekananda Rock Memorial is a proud of Indian culture and religion.It was build on 1970 to honor Swami Vivekananda.To reach the destination we should start timely. I suggest that we should reach there before noon as we spent there at least two to three hours easily.we will enjoy from there about the clear wave of The Arabian sea,The Indian Ocean and The Bay of Bengal which is called Triveni Sangam.  We can enjoy the oceanic wave from around the rock from many angles. We may take photo there too.Camera and mobile phone are allowed around the rock.A prayer hall is present inside the memorial where a fine statue of swamiji is there. But remember that photography is prohibited there.A pin drop silence will give you a nostalgic environment. A spiritual sound of 'om' will impress you to do prayer. We must pray there for an hour. The darken room,calm situation and 'om' sound with echo