Skip to main content

Posts

Showing posts with the label Astrology

New Freelance Job Site for Low Competition High Chance

  New Freelance Job Site for Low Competition High Chance Finding a new freelance job site with low competition and a high chance of landing gigs can be challenging, as the landscape is constantly evolving. However, here are some platforms that were gaining popularity in the freelance world as of my last knowledge update in September 2021. Keep in mind that the competitive landscape may have changed since then, so it's essential to do your research and stay updated on the latest trends in the freelance job market for 2024. Solid Gigs:  Solid Gigs is a subscription-based service that curates freelance job listings and sends them directly to your inbox. It's designed to save you time by providing quality leads, potentially reducing competition compared to open job boards. We Work Remotely:  While not entirely new, this platform focuses on remote work opportunities. Competition may be lower for specialized skills in industries such as tech, design, and marketing. Craigslist ...

LIFE LINE IN PALMISTRY

life line in palmistry হস্ত রেখা বিচারের আজকের আলোচনার বিষয় হল life line in palmistry এর সম্পর্কে। হস্ত রেখা বিচারের ক্ষেত্রে আয়ু রেখা একটি গুরুত্বপূর্ণ রেখা। করতলে আয়ুরেখা কোথায় রয়েছে তা আগে খুঁজে বের করতে হবে। এখানে একটা নমূনা চিত্র দেখানো হল। উপরোক্ত চিত্রে আয়ুরেখাটি শুক্র স্থানটিকে বেষ্টন করে আছে। এখন এই আয়ুরেখার বিচার আমরা কিভাবে করবো। জ্যোতিষবিদগণ এই আয়ুরেখার বিচার করতে গিয়ে আমাদের করতলকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। দেখা যাক প্রখ্যাত জ্যোতিষবিদ কিরো কি বলেছেন এ ব্যাপারে। কিরোর মতে : জ্যোতিষবিদ কিরো মানবের করতলে থাকা  আয়ুরেখাকে ১১২ বছর ধরে নিয়ে সমান আট ভাগে ভাগ করেছেন।তার মতে কোন জাতকের আয়ুরেখা যদি সুস্পষ্ট ও গভীর হয় , তবে সেই জাতকের আয়ু ১১২ বছর ধরা হবে। তার হিসাব অনুসারে দেখা যায় যে , সাধারণত ২০ থেকে ৪০ বছর সময়কালটি আয়ুরেখা মঙ্গলক্ষেত্র অতিক্রম করে। আবার ওই অঞ্চলে মঙ্গল রেখাটি আয়ুরেখাকে যেখানে খণ্ডন করবে অর্থাৎ কাটবে সেই বয়সে জাতক নানারকম বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটাবেন।  আবার দেখা যায় যদি আয়ুরেখা এই অংশে কর্তিত বা খণ্ডিত হয় , তবে...

पाम और हाथ प्रकार-पहला एपिसोड

पाम और हाथ प्रकार-पहला एपिसोड ज्योतिष के अनुसार, राष्ट्र की हथेली में विभिन्न पदों में विभिन्न प्रकार के ग्रहों की स्थिति। तदनुसार, लोगों और लोगों के हाथों को सात मुख्य श्रेणियों में विभाजित किया गया था। इन पदों पर आज चर्चा की जाएगी। ग्रहों की स्थिति के अनुसार, हम हाथ और हथेली को सात भागों में विभाजित करेंगे -                                        1) रोबी मुख्य हाथ                                       २) चन्द्र मुख्य हाथ                                        ३) मंगल हस्त हाथ                                        4) बुध का मुख्य हाथ             ...

KAROTAL O HATER PRAKARVED -SHESH PARBO

                        করতল ও হাতের প্রকারভেদ - শেষ পর্ব  ভারতীয় জ্যোতিষ চর্চায় জাতক-জাতিকার করতল এক গুরুত্বপূর্ণ উপাদান। করতল কোন জাতক-জাতিকার অনেক কিছু জানান দেয়। কোন জাতক বা জাতিকা মানুষ হিসাবে কেমন হবেন তার স্বভাব , প্রকৃতি কেমন হবে , তার ভবিষ্যত কেমন হতে পারে তার একটা আভাস আমরা করতলের মাধ্যমে পেতে পারি।   আর ভারতীয় জ্যোতিষ বিচার অনুসারে প্রধান প্রধান গ্রহের অবস্থান অনুযায়ী মানুষের হাতের প্রকারভেদ করা হয়েছে। সেইমতো আগের পোস্টে আমরা তিন প্রকার হাতের সম্পর্কে আলোচনা করেছি। তা হল রবি প্রধান হাত , চন্দ্র প্রধান হাত এবং মঙ্গল প্রধান হাত সম্পর্কে। আজ এই পোস্টে আমরা আলোচনা করবো বুধ প্রধান হাত , বৃহস্পতি প্রধান হাত ,শুক্র প্রধান হাত এবং শনি প্রধান হাত সম্পর্কে। বুধ প্রধান হাত :   জাতক বা জাতিকার কনিষ্ঠা আঙুলের ঠিক নিচে , অর্থাৎ যেখান থেকে কনিষ্ঠা আঙুলের কর শুরু হয়েছে তার ঠিক নিচের অবস্থান হল বুধ গ্রহের অবস্থান।  এই অঞ্চলটি যদি কোন জাতক -জাতিকার বেশ পুষ্ট ও উন্নত হয় তবে সেই জাতক-...

KARATAL O HATER PRAKARVED -PRATHAM PARBO

                       করতল  ও হাতের প্রকারভেদ-প্রথম পর্ব  জ্যোতিষশাস্ত্র অনুসারে জাতক- জাতিকার হাতের তালুর বিভিন্ন অবস্থানে বিভিন্নপ্রকার গ্রহের অবস্থান। আর সেই অনুসারে জাতক-জাতিকার হাতকে প্রধান সাত ভাগে ভাগ করা হয়। যেগুলি সম্পর্কে আজ আলোচনা করবো এই পোস্টে। আমরা গ্রহদের অবস্থান অনুসারে যে সাত ভাগে হাত তথা করতলকে ভাগ করবো তা হল -                                        ১) রবি প্রধান হাত                                        ২)চন্দ্র প্রধান হাত                                                                            ...

JYOTISH CHARCHAY CHANDRAMA

                                 জ্যোতিষ চর্চায়  চন্দ্রমা  ভারতীয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী হাতের  তালুর গঠন ,বর্ণ ,আঙুলের আকার ,নখ ইত্যাদি নিয়ে পূর্ববর্তী পোস্ট গুলিতে আলোচনা করা হয়েছে। আজ এই পোস্ট এ জাতকের চন্দ্রমা নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তার আগে জানতে হবে চন্দ্রমা কি ? চন্দ্রমা কি ? আঙুলের নখের গোড়ার দিকে অনেকের সাদা ,হালকা সাদা বর্ণের দাগ দেখা যায় , এই দাগ গুলোকে বলে চন্দ্রমা। এবার দেখা যাক চন্দ্রমার ধরণ থেকে আমরা কি করে মানুষের প্রকৃতি সম্বন্ধে জানবো সেই প্রসঙ্গে। এখানে প্রসঙ্গটি আলোচনা করতে গিয়ে বিখ্যাত হোমিও ডাঃ ভোলানাথ বাবুর কথা মনে পড়ে যায়। যিনি কিনা মানুষের নখ দেখে তার অসুখ নির্ধারণ করে ঔষধ দিয়ে রোগীর চিকিৎসা করতেন বলে শোনা যায়। যদিও আমি নিজে কখনো চাক্ষুষ দেখিনি। অনেক মানুষের এমন দেখা যায় যে তাদের প্রত্যেকটি আঙুলের নখেই  চন্দ্রমা দেখা যায়। এই ধরনের মানুষেরা ছোটবেলা থেকেই অসুখ- বিসুখে ভোগেন। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়ার কারণে এরা সামান্য আবহাওয়ার প...

JYOTISH CHARCHA BANGLAY-NAKH DEKHE MANUSH CHENA

                                                                        নখ দেখে মানুষ চেনা  জ্যোতিষ শাস্ত্রে মানুষকে জানা ও চেনার একাধিক বিষয় ও পন্থার কথা বলা হয়েছে। তবে বিশ্বাস  ও যুক্তি অনুসারে এ কথা বলা যায় যে হাতের তালু ও বর্ণ অর্থাৎ হাতের রং দেখে যেমন মানুষের স্বভাব ও প্রকৃতি সম্পর্কে একটা ধারণা করা যায় তেমনি অঙ্গুলি দেখেও অনেক ধারণা করা যায়। তবে আজ আমরা যেটা নিয়ে আলোচনা করবো তা হলো মানুষের নখ দেখে আমরা কিভাবে মানুষকে চিনতে পারবো বা জানতে পারবো। বিখ্যাত হোমিও ডাক্তার ভোলানাথ সেনের কথা অনেকের নিশ্চয় মনে আছে , যিনি রোগীর নখ দেখে বলে দিতে পারতেন তার কি হয়েছে। হ্যাঁ  ঠিকই ধরেছেন , আমি বলতে চাইছি নখ দেখে যেমন রোগ নির্ণয় করা সম্ভব , তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী নখ দেখেও মানুষের স্বভাব সম্পর্কে বলা সম্ভব।  নখের আকৃতি অনুসারে নখকে আমরা চারটি ধরনে ভাগ করতে পারি যথা - ...

Astrology and India

                                                     Astrology and India Astrology and India : Astrology and beliefs, astrology and calculations are related together. India is the origin of astrology. From the ancient age of the sages, monks have written many books on it. Ancient Rishi and Munis told about futures by calculating the positions of the different lines on palms, lines on the forehead, sign in the face, etc. Astrology and India : After a long period, astrology spread abroad India. Now the western countries also start to culture this subject gladly. With the application of modern science and technology, this subject is modified all over the world. Modern calculation process is very critical. It's not depended upon only the ideas. Astrology and India :  In the modern age most of the fake astrologers doing their busi...

HATER TALU O BARNO DEKHE MANUSH CHENO

                                   হাতের তালু ও বর্ণ দেখে মানুষ চেনো    জ্যোতিষ চর্চায় মানুষের হাতের তালু ও বর্ণের ওপর অনেক আলোচনা রয়েছে। আজ আমরা হাতের তালু ও তার বর্ণ নিয়ে আলোচনা করবো। বর্ণ অনুসারে হাতের তালুকে আমরা পাঁচ ভাগে ভাগ করবো। গোলাপি বর্ণের তালু  হরিদ্রাভ বর্ণের তালু  রক্তাভ-লাল বর্ণের তালু  নীল বর্ণের তালু  কালো বর্ণের তালু    এবার আসা যাক প্রত্যেকটি ভাগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনায়। প্রথমেই আমরা আলোচনা করবো গোলাপি বর্ণের তালুর বৈশিষ্ট্য নিয়ে। গোলাপি বর্ণের তালুর বৈশিষ্ট্য :  গোলাপি বর্ণের তালুর মানুষেরা একটু বেশি আবেগপ্রবণ হন। এই ধরনের লোকেরা কামুকও হন যথেষ্ট। মহিলাদের মধ্যে যাদের এই ধরনের তালু বর্তমান তাদের মধ্যে গোপন প্রেম ,পরকীয়ায় জড়িয়ে পড়া লক্ষ্য করা যায়। তবে সামাজিকতার কারণে অবদমিত থাকে।  পুরুষদের ক্ষেত্রেও একই রকমভাবে গোপন প্রেম, পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এরা  অনেকটা সন্দেহ প্রবণ হন। ভালোবাসায় ...

KNOW YOUR FUTURE BY FINGERS

                                 Know  Your Future by fingers The structures of fingers are not same for all kinds of people. Those are divided into four types of fingers, such as:-    Smooth fingers                                 Knotty fingers    Square fingers and                                                 Tapering fingers. Now, we explain about the result of each type of fingers one by one. Smooth finger’s Peoples:  People who bear these types of fingers cannot able to do hard work. They do their jobs with the help of other peoples. They act upon as a leader himself. But they have selfishness to fulfill their target or aim. Thes...

JYOTISH CHARCHAY KI ACHHE ANGULE ? ANAMIKA DEKHE PREM KARO.

                           জ্যোতিষ চর্চায়      কি আছে আঙুলে ?                                           অনামিকা দেখে প্রেম করো  কি  আছে আঙুলে ? আগের পোস্টে আমরা জেনেছি যে বৃদ্ধাঙ্গুলির বিভিন্ন গঠন ও তার প্রভাবে জাতক ও জাতিকার কিরূপ ফল হয় তার সম্পর্কে।  আজ আমরা বাকি চারটি আঙুলের সম্পর্কে জানতে চেষ্টা করবো।বৃদ্ধাঙ্গুলির ঠিক পরেই রয়েছে তর্জনী।  তর্জনীর ঠিক গোড়ায় অবস্থান বৃহস্পতির। তর্জনীর মূলপর্বের ঠিক নিচে। এই অঞ্চলটি যদি বেশ সুসংহত ও উঁচু হয় তাহলে বলা হয় জাতক-জাতিকার উপর বৃহস্পতির প্রভাব বেশ ভালো।আবার তর্জনীর দৈর্ঘ্য যদি লম্বা হয় দেখা যায় তারা একদিকে চরিত্রবান ,শিক্ষিত এবং সম্মানের অধিকারী হলেও  এরা আবার অহংকারী হয়ে থাকে। এরা অহংকারের বশে এমন কাজ করে বসে যে সমালোচনার মুখেও পড়ে যায়। আবার যদি তর্জনীর দৈর্ঘ্য ছোট হয় দেখা যায় এদের ও...

JYOTISH CHARCHAY KI ACHHE BRIDDHANGULE ?

                                                           কি আছে বৃদ্ধাঙ্গুলে ? কি আছে বৃদ্ধাঙ্গুলে ? আগের আলোচনায় আমরা আমাদের বৃদ্ধাঙ্গুলের গঠন ও আকৃতি অনুসারে তার প্রকারভেদ এবং গঠন কেমন হলে সেই জাতক কি প্রকৃতির হন তার একটা ধারণা পেয়েছি। এবার আমরা বৃদ্ধাঙ্গুলের বিভিন্ন ভাগ ও তার ফলে কিরূপ প্রভাব পড়ে সে সম্পর্কে জানবো। কারো কারোর বৃদ্ধাঙ্গুলি বেশ লম্বা হয় ,কারো বা হয় বেটে ,কারোর বৃদ্ধাঙ্গুষ্ঠটির নিম্নপর্ব লম্বা ,কারোর অগ্রপর্ব লম্বা ,কারোর তর্জনী ও বৃদ্ধাগুলির মাঝে ফাঁক বেশি ,কারো আবার তর্জনী ও বৃদ্ধাওলির মাঝে ফাঁক কম ,অনেকের বৃদ্ধাঙ্গুলি হল সাধারণ দৈর্ঘ্যের। এবার প্রত্যেকটি  ক্ষেত্র নিয়ে আলোচনা করা যাক।  কি আছে বৃদ্ধাঙ্গুলে ? সাধারণ দৈর্ঘ্যের বৃদ্ধাঙ্গুলি যুক্ত মানুষদের ক্ষেত্রে দেখা যায় যে এরা  সাধারণ কোন ব্যাপারে অত্যধিক বেশি মাথায় তোলা পছন্দ করেন না। এরা বেশ হিসেবী অর্থাৎ একদিকে যেমন আয় বু...

KI ACHHE HAATE ?

                                                                কি আছে হাতে ? কি আছে হাতে ? প্রত্যেক মানুষের প্রত্যেক আঙুলে তিনটি করে পর্ব  বা কর  আছে। নিচের দিক থেকে মূলপর্ব ,মধ্য পর্ব আর অগ্র পর্ব। হাতের রেখা বিচারের সাথে সাথে মনে রাখতে হবে যে আঙুলের গায়ে যে রেখাগুলি সূক্ষ্ম ভাবে  আছে সেগুলির দিকে নজর দিতেই হবে। কি আছে হাতে ? এবার আসা যাক  আঙুলের প্রত্যেকটা পর্বের আলোচনায়। প্রথম পর্ব - এই পর্বে  কোন মানুষের  মানসিকতা সম্পর্কে বোঝা যায়। দ্বিতীয় পর্ব  কোন মানুষের প্রেম, ভালোবাসার ধারণা দেয়। আর শেষ তথা অগ্র  পর্ব  মানুষের  সবচেয়ে মূল্যবান দিক তথা চরিত্র  সম্পর্কে ধারণা  করা যায়। তাই এই  তিনটি পর্বের গুরুত্ব যে অনেক তা বা বুঝতে নিশ্চয় বাকি নেই।  কি আছে হাতে ? এবার আমাদের  এক একটি আঙুলের পর্ব  নিয়ে আলোচনা করা যাক। প্রথমে বৃদ্ধাঙ্গু...

HAAT DEKHA-PART 3

                                                                                                                                       হাত  দেখা -পর্ব  ৩ প্রথম দুইটি পর্বে  আমরা PALMISTRY -1 ও PALMISTRY -2 তে হাতের গঠনের বিষয়ে একটা ধারণা পেয়েছি। এবার আমরা হাতের আঙুলের বিষয়ে জানবো। আমাদের হাতের আঙ্গুল গুলিকে পাঁচ ভাগে ভাগ করা যায়,  যথা - ১) বৃদ্ধাঙ্গুলি    ২) তর্জনী   ৩) মধ্যমা   ৪) অনামিকা   ৫)  কনিষ্ঠ্যা  হাতের এই পাঁচটি আঙুলের একেবারে ছোট আঙুলটি হল বৃদ্ধাঙ্গুলি। তার ঠিক পাশে রয়েছে তর্জনী।  তার পাশে মধ্যমা।  তারপর অনামিকা। এবার সবশেষে রয়েছে ক...

PALMISTRY-2

                                                             PALMISTRY-2 I n this post, we 'll know about the nature of a palm, importance of flexibility of a hand. There are four patterns of hands such as :                                             i) Hard- type- hand with palm.                                           ii) Soft -type- hand with palm.                                          iii) Flexible hand.                       ...

PALMISTRY

                                                              PALMISTRY P almistry is a common practice to Indian Astrology from the ancient age .Its root was laid with the Hindu Astrology. It's spread to Greece,Egypt,China and Europe from India. In the modern age this subject is modified with logic and calculation. Cheiro,the famous astrologer studied under Indian Gurus and practiced in London.His calculations on palmistry had been very popular at that time .Anyway, reading of a palm depends on :- The basic lines on palm   Shape of a palm  Colour of a palm. Finger and nails.     Modern palmists divide the hands in four stages such as Earth,Air,Water and Fire.Earth hands are identified by broad and square in shape .Its skin is thick .Air hands are identified by both square and rectangul...