New Freelance Job Site for Low Competition High Chance Finding a new freelance job site with low competition and a high chance of landing gigs can be challenging, as the landscape is constantly evolving. However, here are some platforms that were gaining popularity in the freelance world as of my last knowledge update in September 2021. Keep in mind that the competitive landscape may have changed since then, so it's essential to do your research and stay updated on the latest trends in the freelance job market for 2024. Solid Gigs: Solid Gigs is a subscription-based service that curates freelance job listings and sends them directly to your inbox. It's designed to save you time by providing quality leads, potentially reducing competition compared to open job boards. We Work Remotely: While not entirely new, this platform focuses on remote work opportunities. Competition may be lower for specialized skills in industries such as tech, design, and marketing. Craigslist (speci
জীবনের পাতা থেকে
আজ টুটুর জন্মদিন। দেখতে দেখতে টুটু ছত্রিশটা বসন্ত পার করিল। কত না ঝড় ,কত না ঝঞ্ঝা বয়ে গেছে তার এই কয়টা বছরে। ছোটবেলার দেখা সেই স্বপ্নগুলো আজ যেন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে দিনকে দিন। স্কুল বা কলেজের সেই হৈচৈ আজ মাঝে মাঝে বুকে একরাশ হতাশা এনে দেয়। বিশেষ করে যখন একা একা পাশ বালিশে মুখ গুঁজে চুপটি করে অতীতের কথা ভাবতে বসে , কখন যে চোখের কোনায় জল এসে বালিশ ভিজিয়ে দেয় তার টের টি পায় না , আর যখন সম্বিৎ ফেরে তখন সারা শরীর কাঁপিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস নেমে আসে। তখন মনে হয় কিসের লড়াই , কিসের জীবন ,কেনই বা বাঁচা -কার জন্যই বা বাঁচা ! ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন মনটাকে আহত করে তোলে।ভীষণ কষ্টে কাটায় সে।
হ্যাঁ। আমি টুটুর কথাই বলছি। চিনতে পারলে না ? টুটু। অর্থাৎ দেবলীনা। দেবলীনা গোস্বামী। ছোটবেলা থেকেই আদ্যোপান্ত হৈ হুল্লোড় করা মেয়েটি আজ কোথায় যেন হারিয়ে গেছে। প্রতিবেশী ঠাকুরমা-দাদুদের কথায়- " ভুল করে ছেলে হতে হতে মেয়ে হয়ে জন্মেছে " বিশেষণ বাক্যটির কথা মনে পড়লেই ঠোঁটের কোনে মুচকি হাসিটা যখন এসে যায় , পরমুহূর্তে সমাজে ছেলে ও মেয়ের মধ্যে যে অধিকারের বৈষম্যটা যখন চোখের সামনে ভেসে ওঠে , তখন মাথাটা একেবারেই গরম হয়ে যায় টুটুর। আর তখনই তার মধ্যে এক বিদ্রোহের আগুন জ্বলে ওঠে। মনে মনে নিজের স্বাধীনচেতা মনোভাব নিয়ে জীবনটাকে উপভোগ করার জেদ চেপে বসে।
কিন্তু তার আত্মসম্মান বোধ আবার তাকে দমিয়ে দেয়। এই তো সেদিন যেদিন স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এলো পরিবার আত্মীয়স্বজনের সম্মানের কথা ভেবে তাদের সব কথাগুলো তীরের মতো বিঁধলেও কাউকে কিছু বুঝতে দেয়নি। এমনিতেই একটু চাপা স্বভাবের হওয়ার কারণে ছোটবেলা থেকেই নিজের দুর্বলতাগুলোকে কারো কাছে পুরোপুরি প্রকাশ করে না সে। বিবাহ বিচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ মামলার শুরুতে দুএকজন প্রথম প্রথম পাশে থাকলেও যখন ধীরে ধীরে সকলে পাশ কাটিয়ে সরে যেতে লাগলো , তখন তার বুঝতে অসুবিধা হলো না যে এ লড়াই তার একার লড়াই।
মাঝে মধ্যে দুই একজন ভেকধারী পরোপকারী এলেও যখন সে দেখলো যে এরা কেবল অর্থ ও যৌবনের লালসার জন্যই জুটে গিয়েছে তখন সে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করে। তবে আজ সে অনেক পরিণতা। তাই আজকের জন্মদিনটা সে একটু অন্যভাবেই কাটাতে চায়। আজ প্রতিজ্ঞা করে এতদিন তোমরা আমায় নিয়ে খেলার চেষ্টা করেছো আজ থেকে তোমরা অর্থাৎ সমাজের ব্যক্তিত্বহীন পুরুষেরা সাবধান হও। আমি আসছি তোমাদের মুখোশটা খুলে দিতে। আসছি বিশ্বাস নিয়ে খেলার জবাব দিতে।
তাই গত সপ্তাহে ওকালতি পরীক্ষার যে ফল বেরিয়েছে তাতে নিজের নামটা দেখেই সে সিদ্ধান্ত নিয়েছে , কলেজের চাকরিটা ছেড়ে সে সমাজের অবহেলিতদের জন্যই সে লড়বে। আর এই খবরটা আজকের জন্মদিনের পার্টিতে সকলের সামনে জানাবে। তাই আজকের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রিতদের অধিকাংশই হল নির্যাতিতা ,নিপীড়িতা ও অসহায় সহায় সম্বলহীন নিমন্ত্রিত ব্যক্তিবর্গ।
সবার প্রথমেই ডেকে নেয় এক বৃদ্ধা মহিলাকে। পরনে সাদা থান ,হাত খানেক ঘোমটা। তার একমাত্র ছেলে প্রথম পক্ষের ডিভোর্সের পর ধনী ব্যবসায়ীর একমাত্র কন্যাকে বিয়ে করার মাসখানেকের মধ্যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।
কম্পিত গলার অস্পষ্ট আওয়াজটা যেন চেনা চেনা লাগল টুটুর কাছে। কাছে গিয়ে ঘোমটা সরিয়ে মুখোমুখি তাকাতেই দুজনে দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সে যে আর কেউ নয়। তার উপর নির্যাতন করা তার প্রাক্তন শাশুড়ি !
সমাপ্ত
সমাপ্ত
Comments
Post a Comment
Thank you for your comments.